জাতীয়

রমা চৌধুরী পাচ্ছেন মরণোত্তর রোকেয়া পদক

By daily satkhira

November 30, 2018

দেশের খবর: ‘একাত্তরের জননী’ খ্যাত বীরাঙ্গনা সদ্য প্রয়াত রমা চৌধুরী পাচ্ছেন বেগম রোকেয়া পদক। নারী জাগরণে অসমান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আগামী ৯ ডিসেম্বর তাকে দেয়া হবে মরণোত্তর বেগম রোকেয়া পদক।

রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন তাহের বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে রমা চৌধুরীর ছেলে জহরলাল চৌধুরীর কাছে একটি চিটি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার চিটিটি হাতে এসেছে। আগামী ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেবেন।’

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি নিজের সম্ব্রমও হারান রমা চৌধুরী। তার রয়েছে ১৮টি বই। যার মধ্যে উল্লেখযোগ্য- ‘একাত্তরের জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’ এবং ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’। ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। গত ৩ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান এ বীরাঙ্গনা।