সাতক্ষীরা

জয় পরাজয় বড় কথা নয়, আসল কথা জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে –জেলা প্রশাসক

By daily satkhira

January 15, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে জেলা শিক্ষা অফিসার (অতিঃ দায়িত্ব) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘ জয় পরাজয় বড় কথা নয়। আসল কথা এগিয়ে যেতে হবে জয়ের লক্ষ্য নিয়ে। শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলে হবেনা আউট নলেজ ও অর্জন করতে হবে। সরকার নারী শিক্ষার উপর জোর দিয়েছে। তাই তোমাদের এই ডিজিটাল যুগে যুগপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে’। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)পতœী রঞ্জনা মন্ডল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমরেশ কুমার দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) মায়া রাণী নাথ, সহকারি প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) বেগম রোজিনা খাতুন, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সহকারি শিক্ষিকা বেগম উম্মে হাবিবা, সহকারি শিক্ষিকা বেগম রীনা রাণী নন্দী, সহকারি শিক্ষক আনিছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল।