আরাফাত হোসেন লিটন: “মাদককে না বলুন,খেলাধুলাকে হ্যা বলুন” স্লোগানকে সামনে রেখে দেবহাটার পারুলিয়াতে আঞ্চলিক ফুটবল লীগ ২০১৮’র ফাইনাল ম্যাচে খেজুর বাড়িয়াকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী মোল্যাপাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ খেজুর বাড়িয়া ফুটবল দলকে পরপর দুটি গোল দিয়ে মোল্যাপাড়া ফুটবল দল বিজয়ী হয়। আমেরিকা প্রবাসী হাসান ও সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির অর্থায়নে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বস। এসময় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার (বাবু মেম্বর),আবুল হোসেন,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম,স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক অসীম ঘোষ,পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ। টূর্নামেন্টের সেরা গোলরক্ষক জান্নাতুল,সেরা উদীয়মান খেলোয়ার নয়ন সরকার ও সুজন,সেরা খেলোয়ার আজমল হোসেন (রিংকু),ম্যান অব দ্যা ম্যাচ সুমন এবং সেরা গোলদাতা নির্বাচিত হন জাহিদ হাসান। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বরুন সরকার,রামকৃষ্ণ,রামু সরকার ও শফি ইসলাম। সমগ্র খেলাটি সঞ্চালনা করেন,শেখ মাসুদ রানা,সিরাজুল ইসলাম ও সুভাস ঘোষ। খেলায় সেরা ফুটবল প্রেমী দর্শক নির্বাচিত হন পারুলিয়ার শেখ ওমর ফারুক। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ ও আয়োজক কমিটির নেতারা।