রাজনীতি

রংপুরে জিয়াউদ্দিন বাবলুর গাড়িতে হামলা

By Daily Satkhira

December 01, 2018

রাজনীতির খবর: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের ভাগ্নিজামাই প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু’র গাড়ির ওপর হামলা চালিয়েছে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা। রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝাড়ু মিছিলসহ বুধবার রাতে এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বদরগঞ্জ-তারাগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা জানায়, জিয়া উদ্দিন বাবলু জাতীয় পার্টির মনোনয়ন না পাওয়ায় কঠোর গোপনীয়তার মধ্যে বাবলু ও তার স্ত্রী টুম্পা মঙ্গলবার রাতে রংপুরে আসেন। গোপনে তারা রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনে মনোনয়ন দাখিল করবেন এমন খবর চাউর হয়ে গেলে ক্ষোভে ফেটে পড়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার সকাল থেকেই তার মনোনয়ন দাখিল রুখতে নেতাকর্মীরা বিক্ষোভ, ঝাড়ু মিছিল করে।

সেইসঙ্গে প্রতিহত করার ঘোষণা দিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় শ’ শ’ নেতাকর্মী।

এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ বলেন, এরশাদ স্যারের নির্দেশ অমান্য করে মনোনয়ন চুরি করে জিয়াউদ্দিন বাবলু রংপুর-২ ও নীলফামারী-৪ আসনে গোপনে তা দাখিলের জন্য বুধবার সকাল থেকে চেষ্টা করেছেন। এ খবর জানতে পেরে তাকে প্রতিহত করার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীরা প্রশাসনিক কার্যালয়সহ নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। যাতে করে জিয়াউদ্দিন বাবলুর পক্ষে তার কোনো প্রতিনিধি এ মনোনয়ন দাখিল করতে না পারে। এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুুর রাজ্জাক জানান, জিয়াউদ্দিন বাবলু দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে রংপুরে এসে বুধবার বিকালে মনোনয়নপত্র দাখিল করতে আসেন তার ব্যক্তিগত সহকারী।এ পর্যায়ে মনোনয়ন দাখিল করে বেরিয়ে যাওয়ার সময় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের আতিয়ার রহমানের নেতৃত্বে জিয়াউদ্দিন বাবলুর গাড়িতে হামলা চালিয়ে তার ব্যক্তিগত সহকারী রাজুসহ সঙ্গে আসা লোকজনকে লাঞ্ছিত করেছে। তার গাড়ির উপর চড়াও হয় নেতাকর্মীরা এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। জিয়াউদ্দিন বাবলুর পক্ষে মনোনয়নপত্র জমা নেয়ার প্রতিবাদে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।