আন্তর্জাতিক

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন নভজ্যোৎ সিধু

By Daily Satkhira

January 15, 2017

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের রাজনীতিবিদে-পরিণত-হওয়া -সাবেক-ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু দল পরিবর্তন করে কংগ্রেসে যোগ দিয়েছেন।

সিধু ছিলেন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতা । পাঞ্জাবের অমৃতসর থেকে তিনি তিন বার এমপি হয়েছিলেন।

রোববার কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সাথে দেখা করে কংগ্রেসে যোগ দেন সিধু। গত বছর জুলাই মাসে তিনি রাজ্য সভা থেকে পদত্যাগ করেন, আর সেপ্টেম্বর মাসে বেরিয়ে যান বিজেপি থেকে।

মাঝে শোনা গিয়েছিল যে তিনি আম আদমি পার্টিতে যোগ দেবেন, কিন্তু তাদের সাথে কয়েক দফা বৈঠক হলেও পরে সে আলোচনা ভেঙে যায়।

মনে করা হচ্ছে সাবেক ক্রিকেটার এবং টিভির জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক নভজ্যোৎ সিং সিধু কংগ্রেসে যোগ দেবার ফলে পাঞ্জাব রাজ্যে দলটির অবস্থান শক্তিশালী হবে। ফেব্রুয়ারী মাসে ৪ তারিখেই পাঞ্জাবে বিধানসভার নির্বাচন হতে যাচ্ছে।

সিধুর স্ত্রী নভজ্যোৎ কওর সিধুও পাঞ্জাব বিধানসভার একজন সদস্য। ইতোমধ্যে তিনিও বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন।