খেলা

৩শ’ পার করেই অধিনায়কের বিদায়

By daily satkhira

December 01, 2018

খেলার খবর: ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টে দ্বিতীয় দিন ব্যাটিং করছে টাইগাররা। অধিনায়ক-সহ অধিনায়কের দিনের শুরুটা বেশ জমজমাট হয়েছে। ইতোমধ্যেই দলীয় তিনশ রানের স্কোর গড়েছে বাংলাদেশ। তবে এই তিনশ গণ্ডি পেরোতেই অধিনায়কে বিদায় ঘটেছে।

শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানের স্কোর নিয়ে শুরু করে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩০১ রান। ক্রিজে আছেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ ৪৭ রান। অধিনায়ক সাকিব আল হাসান বিদায় নিয়েছেন ৮০ রান করে।

উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন শুরুর দিকে বিপদে পড়ে গেলেও পড়ে স্বস্তিতেই দিন শেষে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাকিব, মাহমুদউল্লাহ, সাদমানের ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে প্রথম দিনে শেষ করে টাইগাররা।

ঢাকা টেস্টে শুরুর দিনে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই জন। এর মধ্যে অভিষেকেই হাফ সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। বাকি হাফ সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।

অভিষেকে বাজিমাত করা সাদমান করেছেন ৭৬ রান। ১৪৭ বল খেলে হাফ সেঞ্চুরি করা সাদমানকে ফিরিয়ে দেন বেদেন্দ্র বিশু। না হলে হয়তো সেঞ্চুরির দেখাই পেয়েই যেতেন তিনি। বিশ্বেসেরা অলরাউরাউন্ডার সাকিব আল হাসান এ দিন তাঁর ক্যারিয়ারে ২৪তম হাফ সেঞ্চুরি করেছেন।

সাদমান-সৌম্য’র উদ্ধোধনী জুটি যখন ভালোই চলছিল তখন বিচ্ছেদ ঘটে সৌম্য’র । ১৬ তম ওভারে রস্টোন চেজের বলে আউট হন তিনি। উদ্বোধনী জুটি যখন থামে তখন বাংলাদেশের রান ৪২। সৌম্য ব্যক্তিগত ১৯ রানে আউট হন।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভরসার নাম মুমিনুল হক ৪৬ বলে করেন ২৯ রান। রোচের বলে চেজের হাতে তালুবন্দি হন তিনি।

মুমিনুলের যাওয়ার পর মাঠে নামেন মোহাম্মদ মিঠুন। তিনি সাদমানকে ভালো সঙ্গই দেন। দুজনে মিলে গড়ে তুলেন ৬৪ রানের জুটি। কিন্তু বাংলা সিনেমা ‘ভয়ংকর বিশু’র মতো ভয়ংকর রুপেই আবির্ভূত হন ক্যারিবীয় বোলার বিশু। একে একে দুজনকেই ফিরিয়ে দেন তিনি। মিঠুন আউট হন ব্যক্তিগত ২৯ রানের মাথায়। তখন বাংলাদেশর স্কোর ৪ উইকেটে ১৬১ রান।

মিঠুন চলে যাওয়ার পর সাদমানকে সঙ্গ দিতে আসেন সাকিব। বিশুর বলে সাদমা চলে গেলে সাকিবকে সঙ্গ দিতে মাঠে নামেন মুশফিক। কিন্তু তেমন ভালো করতে পারেন নি ‘মিস্টার ডিপেন্ডেবল’। শেরমন লুইসের বলে মাত্র ১৪ রানেই বোল্ড হন মুশফিকুর রহীম। মুশফিক আউট হওয়ার সময় দলীয় সংগ্রহ ৫ উইকেট ১৯০।