আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ভারত-মার্কিন বিমান মহড়া নিয়ে উদ্বেগে চীন

By daily satkhira

December 01, 2018

বিদেশের খবর: ভারতের পশ্চিমবঙ্গে হতে যাচ্ছে মার্কিন বিমান বাহিনীর সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর যৌথ মহড়া। চীন সীমান্তের মাত্র ১৫ কিলোমিটার দূরে হতে যাচ্ছে এ মহড়া। এতে উদ্বেগে পড়েছে চীন। মহড়ার জন্য জাপানের বিমানঘাঁটি থেকে ইতিমধ্যেই ১৫টি মার্কিন যুদ্ধবিমান পশ্চিমবঙ্গে পৌঁছেছে। এছাড়া মার্কিন বিমানবাহিনীর ইলিনয় এয়ার ন্যাশনাল গার্ডের ১৮২ডি এয়ারলিফ্ট উইং যোগ দেবে এই মহড়ায়। জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে সামরিক মহড়াটি চালানো হবে। এ জন্য ভারতের পানাগড় ও কলাইকুন্ডা বিমানঘাঁটি ব্যবহার করা হবে। মহড়া চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

মহড়ার কারণে সীমান্ত সংলগ্ন পানাগড় ও কলাইকুন্ডা বিমানঘাঁটির দিকে তীক্ষ্ণ নজর রাখছে চীন। ‘কোপ ইন্ডিয়া ২০১৯’ নামের এই মহড়ার মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্র চীনের ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।