লাইফস্টাইল

টাটকা মাছ চেনার সহজ উপায়

By daily satkhira

December 01, 2018

অনলাইন ডেস্ক: সকালে উঠেই বাজারে গেলেন। ডালা ভর্তি মাছ সাজানো দেখেই বুঝলেন এতো সকালে নিশ্চই টাটকা মাছ এসেছে বাজারে। কিন্তু না! সকালে বাসি মাছও বাজারে বিক্রি হয়। অনেকে মাছ কেনার সময় দোকানিকে বিশ্বাস করে ধরা খান। কিন্তু কেনার সময় কিভাবে বুঝবেন কোন মাছ টাটকা? চলুন জেনে নেওয়া যাক টাটকা মাছ কেনার ৭টি টিপস-

১) প্রথমেই মাছটি হাতে নিয়ে দেখুন হাতটি পিছলে যাচ্ছে কি না। পিছলে গেলে জানবেন টাটকা।

২) নাকের কাছে নিয়ে গন্ধ নিন। খুব আঁশটে গন্ধ মানে কিন্তু ভাল মাছ নয়। একদম টাটকা মাছের গায়ে পানির গন্ধ লেগে থাকে।

৩) মাছের চোখের দিকে লক্ষ্য করুন। চোখটি যদি ভিতরদিকে বসে যায় তবে পুরনো মাছ। তাছাড়া টাটকা মাছের চোখ কখনও ঘোলাটে হয় না আর একটু বেরিয়ে থাকে।

৪) ছোট মাছ হলে পেটটি ফাঁক করে দেখুন ভিতরের পটকাটি লাল ও ভিজে ভিজে কি না। শুকনো হলে জানবেন পুরনো মাছ।

৫) মাছের পেটি কেনার সময়ে অবশ্যই খেয়াল করবেন অল্প চাপে কাঁটা থেকে মাছটি আলাদা হয়ে যাচ্ছে কি না। যদি হয় তবে জানবেন টাটকা মাছ নয়।

৬) মাছের গায়ে বাদামি বা হলদেটে দাগ অথবা স্পর্শ করলে স্পঞ্জের মতো ভাব মানে কিন্তু খারাপ মাছ।

৭) চিংড়ি মাছ কেনার সময় খেয়াল করবেন হাতে নিতে গেলে সহজেই মাথা ভেঙে যাচ্ছে কি না। ওটি পচন ধরার লক্ষণ।