খেলা

বাবার অকুণ্ঠ সমর্থনে ক্রিকেট মাঠে সাদমান

By daily satkhira

December 01, 2018

অনলাইন ডেস্ক: নিজের অভিষেক টেস্টেই ঝলক দেখিয়েছেন সাদমান ইসলাম। উইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ক্যামেরা আর মাইক্রোফোনের সব আলো কেড়ে নেয়া এই প্রতিভাবান জানালেন তার ক্রিকেটে আসার গল্প। শুক্রবার (৩০ নভেম্বর) মিরপুরে সাদমানের অসাধারণ শুরুর পর স্বস্তিতেই দিন শেষ করে বাংলাদেশ। দিনে শেষে রেওয়াজ অনুযায়ী দিনের সেরা খেলোয়াড়ই আসলেন সংবাদ সম্মেলনে। নিজের প্রথম দিনেই সংবাদ সম্মেলনে এসে বিব্রতই বোধ করছিলেন স্বল্পভাষী এই প্রতিভাবান। তাই সরল স্বীকারোক্তি- ‘একটু নার্ভাস। কিন্তু কথা তো বলতেই হবে!’

সাদমান জানালেন, তার এতদূর আসার পেছনে মূল অবদান তার বাবা শহীদুল ইসলামেরই; যিনি সবসময় সাদমানকে যুগিয়েছেন অকুণ্ঠ সমর্থন। সাদমান বলেন, ‘আব্বু সবসময় আমাকে ক্রিকেটের জন্য সাপোর্ট দিয়েছে। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭- যেকোনো ক্যাম্পেই আবু আমাকে সাথে নিয়ে যেত। তখন ছোট ছিলাম, ইচ্ছা ছিল খেলোয়াড় হবো। তখন থেকে আব্বু আমাকে যেভাবে খেলার জন্য বলেছে- একাডেমি, স্কুল ক্রিকেট… অনেক সাপোর্ট করেছে আমাকে খেলার জন্য। কিভাবে খেলতে হয়, কীভাবে লাইফ সেট করতে হয় ক্রিকেটারদের এগুলো আমাকে এখনও বলে।’

টেস্ট স্কোয়াডের প্রথম ঘোষণা করা দলে অবশ্য জায়গা পাননি সাদমান। প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে অর্ধ-শতক ছাড়ানো ইনিংস খেলে নজর কেড়েছেন নির্বাচকদের, এরপর প্রথম টেস্টের আগমুহূর্তে দলে ডাক পেয়ে খেলা হয়নি প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে অবশ্য কাজে লেগেছে প্রস্তুতি ম্যাচে অভিজ্ঞতা। সাদমান বলেন, ‘বোলারদের সম্পর্কে জানা ছিল, এটা আমার অনেক কাজে দিয়েছে। শেষ ম্যাচে যেমন চিন্তা করে এসেছি, যেমন ব্যাটিং করে এসেছি সেটা আজকে আমার অনেক উপকারে এসেছে।’