সাতক্ষীরা

ভৌগলিক পরিষেবাঞ্চল কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে সাতক্ষীরায় পিডিবি’র কর্মবিরতি ও বিক্ষোভ অব্যহত

By daily satkhira

January 15, 2017

নিজস্ব প্রতিবেদক: দায়সারা পরিষেবা দিয়ে লোকসানে জর্জরিত পল্লী বিদ্যুৎ সমিতি কৌশলে পিডিবি’র ভৌগলিক অঞ্চল দখল করে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্য তারা সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার তাদের পরিকল্পনা সফল করতে পেরেছে। অবশেষে বর্তমান সরকারের একটি আমলা চক্রকে ব্যবহার করে তারা পিডিবি’র অস্তিত্বকে হুমকির সম্মুখীন করে তুলেছে। এমতাবস্থায় পিডিবি’র কর্মকর্তা ও কর্মচারিদের কর্মহীন হওয়ার উপক্রম হয়েছে। অস্তিত্ব সঙ্কটে পড়েছে সিবিএ। ওই ষড়যন্ত্রকারিদের হাত থেকে বাঁচতে হলে আন্দোলন অব্যহত রাখার পাশাপাশি গ্রাহকদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে হবে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরা পিডিবি কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির অন্যায় দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন,পিডিবি’র পরিষেবার এলাকা কমিয়ে দিলে কর্মচারি ও কর্মকর্তা ছাড়াও তাদের পরবর্তী প্রজন্মকে বেকারত্ব বরণ করতে হবে বলে উল্লেখ করেন তারা। বক্তারা সরকারের কাছে এ সিদ্ধান্ত  প্রত্যাহারের দাবি জানান।  একইসাথে পল্লী বিদ্যুতের দাবি মানা হলে পিডিবি’র সকল কর্মকর্তা ও কর্মচারিকে সরকারি পূর্ণ বেতনে কাজ দিতে হবে বলে দাবি করেন তারা। সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে প্রতিদিন দু’ ঘণ্টা করে কর্মবিরতি রেখে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।ওজোপাডিকো (রেজি ঃ ২১৩৮) সাতক্ষীরা শাখা আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি বিকাশ চন্দ্র দাস। বক্তব্য রাখেন সিবিএ সাতক্ষীরা শাখার কার্যকরি সভাপতি রুহুল আমিন মৃধা, পিডিবি’র সাতক্ষীরা অঞ্চলের উপসহকারি প্রকৌশলী জিএম লুৎফর রহমান, পিডিবি কর্মী মোস্তফা কামাল, গণেশ চন্দ্র হরি, ইয়াছিন আলী, মিজানুর রহমান, আব্দুল্লাহ, জাহিদুর রহমান, আবীদ হোসেন, আব্বাস আলী, নজরুল ইসলাম, খোরশেদ আলম. এামুন আর রশীদ প্রমুখ। বিক্ষোভ শুরুর আগেই রোববার সকাল ৯টায় ক্যান্সার রোগে আক্রান্ত পিডিবি কর্মচারি গোলাম মাওলার মৃত্যুতে শোক জানানো হয়।