আন্তর্জাতিক

চীনকে প্রতিহত করতে তিন দেশের আহ্বান

By daily satkhira

December 01, 2018

বিদেশের খবর: চীনকে প্রতিহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের পক্ষে এশিয়ার নৌ-চলাচল উন্মুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র। শুক্রবার বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আহ্বান জানান। জি-২০ অর্থনৈতিক শক্তির দেশগুলোর সম্মেলনে তিনটি দেশের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে প্রায় ১৫ মিনিট ব্যাপী আলোচনা করেন।

জাপান ও ভারতের সঙ্গে চীনের দীর্ঘস্থায়ী আঞ্চলিক শক্রতা রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী আবে বলেন, ‘তিন দেশ কৌশলগত ও মৌলিক বিষয়ে একসঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশিলতা রক্ষার্থে তিন দেশ আরো ভূমিকা রাখবে।’