বিনোদন

মান্নার রূপে শাকিব খান

By daily satkhira

December 01, 2018

বিনোদনের খবর: এক সময় চলচ্চিত্রের মাধ্যেমে সমাজের বাস্তবতা তুলে ধরতেন পরিচালক কাজী হায়াৎ। ৫০টি চলচ্চিত্র নির্মাণ করার পর ঘোষণা দিয়েছিলেন আর নির্মাণ করবেন না ছবি। কিছুটা বিরতির পর ৫১নম্বর চলচ্চিত্র শুরু করছেন তিনি। ‘বীর’ শিরোনামের এই ছবির মধ্য দিয়ে প্রথম বারের মতো কাজী হায়াতের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। নায়ক মান্না কাজী হায়াতের চলচ্চিত্রে যে ধরনের চরিত্রে অভিনয় করতেন, সে ধরনের চরিত্রেই শাকিব খানকে হাজির করবেন তিনি।

এ বিষয়ে কাজী হায়াৎ বলেন, “এক সময় আমি ছবির মাধ্যমে মানুষের জীবনের কথা বলেছি। এখন আর সেসব ছবি নির্মাণ করা যায় না। সেন্সর বোর্ড আটকে দেয়। তারপরও আমি ‘বীর’ শিরোনামে একটি নতুন চলচ্চিত্র শুরু করছি। এখানে প্রতীকী অর্থে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট তুলে ধরব। আমার ছবিতে নায়ক মান্নাকে দর্শক যে রূপে দেখেছে, সেই রূপে পর্দায় হাজির করব শাকিব খানকে।” আপনার নির্মিত দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, সিপাহী ছবি দর্শক পছন্দ করেছেন। তবে পরের বেশ কিছু ছবি দর্শকপ্রিয়তা পায়নি। ‘বীর’ ছবিটি আসলে কতটা দর্শকপ্রিয়তা পাবে বলে মনে হয়? এমন প্রশ্নের জবাবে কাজী হায়াৎ বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি নিজের মতো ছবি নির্মাণ করতে। আমার একটা সময় ছিল যখন প্রযোজকরা লাইন দিয়ে অপেক্ষা করতেন আমাকে দিয়ে ছবি নির্মাণ করার জন্য। তবে গল্প নিয়ে কাজ করার সময় দিতেন না। একটা ছবির প্রাণ হচ্ছে গল্প, সেটি যদি ঠিক না থাকে তাহলে ভালো চলচ্চিত্র হবে না। এই ছবির গল্প নিয়ে কাজ করার মতো অনেক সময় আমি পেয়েছি। ছবির প্রযোজক আমাকে সেই সময় দিয়েছেন। এ কারণে এই ছবিটি নিয়ে আমি আশাবাদী। ছবিটি অবশ্যই দর্শক পছন্দ করবেন।’

কবে থেকে শুটিং শুরু হবে, জানতে চাইলে কাজী হায়াৎ বলেন, ‘আমরা আগামী ৫ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু করব। ১০ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। টানা শুটিং করে আগামী ২০ ফেব্রুয়ারি আমরা ছবির শুটিং শেষ করার পরিকল্পনা করেছি। আশা করি, ছবির গান ছাড়া বাকি কাজ এই সময়ের মধ্যে শেষ করতে পারব।’

‘বীর’ শিরোনামে এই ছবিটি বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন নায়ক শাকিব খান। ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন মৌমিতা মৌ। এ ছাড়া আরেকজন নায়িকা রয়েছেন বলে জানিয়েছেন প্রযোজক ইকবাল। মোহাম্মদ ইকবাল এর আগে শাকিব ও বুবলী অভিনীত ‘শ্যুটার’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন। ২০১৬ সালে ঈদুল ফিতরে দেশের ১৫২টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।