জাতীয়

এরশাদ ভোটে থাকছেন: জাপা মহাসচিব

By daily satkhira

December 01, 2018

দেশের খবর: একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। হাওলাদার বলেন, ‘এরশাদ ভোটে থাকছেন। গতকাল শুক্রবার হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন। তিনি এখন সুস্থ।’

শনিবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এরশাদের ভোটে থাকা না থাকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে হাওলাদার বলেন, ‘তিনি (এরশাদ) তো প্রার্থী হয়েছেন, তিনি এই মুহূর্তে বাসায় আছেন। আমরা সকলে মিলে তাঁর নির্বাচন করছি। তাঁর মনোনয়নপত্র জমা হয়েছে, আমরা কাজ করছি। সমস্ত এলাকায় অফিস নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে কোনও সন্দেহের অবকাশ নেই। নির্বাচনের প্রস্তুতি চলছে। মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন এবং তিনি সময় সুযোগ মতো মানুষের কাছে যাবেন।’

গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদের অসুস্থতার খবর দেয়া হয়। বলা হয়, এরশাদ সিএমইতে ভর্তি আছেন, তার হিমোগ্লোবিন কমে গেছে। চিকিৎসা নিতে ২ ডিসেম্বর তাঁর সিঙ্গারপুর যাওয়ার কথাও বলা হয় দলের পক্ষ থেকে। পরে বলা হয়, সিঙ্গাপুর নেয়া হচ্ছে না এরশাদকে।

জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্যের খবরকে ‘অসত্য, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ দাবি করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হওলাদার বলেন, ‘বঞ্চিতদের দেখার আছে। তারা বঞ্চিত হলে তারা আহত হবেন, ব্যথিত হবেন। যত কথাই পত্রিকায় আসুক, এর সত্যতা কেউ খুঁজে পাবে না। এগুলো অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর। ধুম্রজাল সৃষ্টি করার জন্য এসব কথা ছড়ানো হচ্ছে। আমাদের ওপর মানুষের আস্থাকে ধূলায় মিশিয়ে দেয়ার জন্য এটি ছড়ানো হচ্ছে।’

কিছু লোক মনোনয়ন না পেয়ে এসব বলছে, মন্তব্য করেন তিনি।

ঢাকা-৬ আসনে ইভিএমের ব্যবহার নিয়ে কথা বলতে দুপুরে নির্বাচন কমিশনে আসেন রুহুল আমিন হাওলাদার ও এই আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ।

ইসি সচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, ‘ইভিএম পদ্ধতিটা কেমন হবে, ভোট দিতে কতক্ষণ লাগবে, কীভাবে মানুষ ভোট দেবে- এ বিষয়গুলো নিয়ে কথা বলতে এসেছিলাম। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করলেন, স্বল্প সময়ে ভোট দেয়া যাবে ইভিএমে।’