সাতক্ষীরা

দুই জুয়েলারিতে চুরি হলেও আমারটির মামলা নেয়নি পুলিশ- সংবাদ সম্মেলনে লীনা বিশ্বাস

By Daily Satkhira

January 16, 2017

প্রেস বিজ্ঞপ্তি: আমার স্বামীর দোকানসহ পাশাপাশি দুটি দোকানে চুরি হয়েছে। চোরচক্র বিভিন্ন ধরনের স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। আমি মামলার এজাহার দিতে গেলে পুলিশ নেয়নি। অথচ আমাদের প্রতিবেশি নিউ আধুনিক জুয়েলার্সে চুরির মামলাটি নিয়েছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের তুফান মোড় রাধানগরের অদ্রি জুয়েলার্সের মালিক গ্রেফতারকৃত গোপী শংকর দের স্ত্রী লীনা বিশ্বাস দে। এ সময় উপস্থিত ছিলেন তার স্বজন মাখন লাল দে, সমীর কুমার দে, আনন্দ বর্মন, রাকেশ দে, শিক্ষক মো. আসাদুজ্জান প্রমুখ। সংবাদ সম্মেলনে লীনা বিশ্বাস দে বলেন, গত ১২ জানুয়ারি রাতে আমার স্বামী গোপী শংকর দে তার দোকান বন্ধ করে বাড়ি চলে আসেন। পরদিন শুক্রবার থাকায় আমার স্বামী দোকানে যান নি। শনিবার সকালে জানতে পারেন রাতের কোনো এক সময়ে আমার স্বামীর দোকান অদ্রি জুয়েলার্স ও পার্শ্ববর্তী নিউ আধুনিক জুয়েলার্সে চুরি হয়েছে। খবর পেয়ে আমার স্বামীসহ আমরা দোকানে যেয়ে দেখতে পাই  চোরচক্র আমাদের দোকানের সার্টার ভেঙ্গে ভেতরে ঢুকে সিন্ধুকের তালা ভেঙ্গে খরিদ্দারের  জন্য প্রস্তুত সাত ভরি ওজনের স্বর্নালংকার ও নগদ ১৪ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এছাড়া পাশের দোকান নিউ জুয়েলার্সে ঢুকে চোরেরা বিভিন্ন ধরনের অলংকার চুরি করেছে বলে জানতে পারি। সংবাদ সম্মেলনে লীনা বিশ্বাস দে জানান পুলিশ নৈশ প্রহরী ওলিকে আটক করে । আমার স্বামী গোপী শংকর দেকেও পুলিশ তুলে নেয়। এ সময় পুলিশ বলে গোপীকে থানায় নিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হবে। তিনি জানান আজ রোববার আমার  নিরপরাধ স্বামীকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। লীনা বিশ্বাস দে আরও বলেন আমার স্বামীর অনুপস্থিতিতে আমি বাদী হয়ে আজ রোববার থানায় আমাদের দোকানে চুরির বিষয়ে একটি এজাহার দেই। কিন্তু  সদর থানার অফিসার ইন চার্জ আমার দেওয়া এজাহারটি গ্রহন করেনি নি। একই সাথে একই রাতে পাশাপাশি দুটি জুয়েলারি দোকানে চুরি হলো, পুলিশ একটির মামলা নিলো অথচ আমারটির মামলা নিলো না কেনো, প্রশ্ন রাখেন তিনি। ন্যায় বিচার পাবার লক্ষ্যে লীনা বিশ্বাস দে সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।