আন্তর্জাতিক

১৫ দিনেই সর্বোচ্চ বিক্রির রেকর্ড মিশেল ওবামার আত্মজীবনী’র

By daily satkhira

December 02, 2018

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার আত্মজীবনী ‘বিকামিং’ প্রকাশের প্রথম ১৫ দিনেই বছরের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় এরই মধ্যে বইটির ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানা গেছে, বইটির প্রকাশক প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যান্ডম হাউস এই তথ্য নিশ্চিত করেছে।

পেঙ্গুইন র‌্যান্ডম হাউস সূথ মতে, মিশেল ওবামার আত্মজীবনী ‘বিকামিং’ যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কোরিয়া ও দক্ষিণ আফ্রিকাতেও বিক্রির শীর্ষে রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার আত্মজীবনীতে প্রথম আফ্রিকান-আমেরিকান ফার্স্টলেডি হিসেবে হোয়াইট হাউসে কাটানো তার সময়ের কথা উঠে এসেছে। বইটিতে বারাক ওবামার সঙ্গে তার বিয়ে নিয়ে সৃষ্ট জটিলতা, গর্ভপাতের জটিলতা সামলানোর অভিজ্ঞতা এবং পরে দুই সন্তান মালিয়া ও শাসাকে জন্ম দেয়াসহ নানা বিষয় উঠে এসেছে। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি তার বইয়ে।