আন্তর্জাতিক

চাঁদের বিপরীত পিঠে মানুষ পাঠানোর পরিকল্পনা চীনের

By daily satkhira

December 02, 2018

বিদেশের খবর: চাঁদের বিপরীত পিঠের মাটি কেমন, সেখানে বরফের পুরু স্তর আছে কিনা এমন সব তথ্যই খুঁজে বের করতে এই প্রথম চাঁদের উল্টো পিঠে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে চীন। আর সেই উদ্দেশ্যেই মহাকাশে পাড়ি জমাচ্ছে চীনা ল্যান্ডার ‘শাঙ্গে-৪’। তার সঙ্গে যাচ্ছে একটি রোভারও।

জানা গেছে, চাঁদের যে দিকটি আমরা দেখতে পাই না, সেই দিকের একটি কক্ষপথে ঘুরছে চীনা উপগ্রহ ‘শেকিয়াও’। কক্ষপথ থেকে ‘শাঙ্গে-৪’র ওপর নজর রাখবে ‘শেকিয়াও’। চীনের ‘ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’র (সিএনএসএ) গ্রাউন্ড স্টেশন আর ‘শাঙ্গে-৪’র মধ্যে বার্তা বিনিময় করবে।