ফিচার

সঙ্গীর সঙ্গে অসম্মতি?

By daily satkhira

January 16, 2017

ফিচার: বিয়ে হয়েছে তার মানে এই নয় যে, কোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে মতের অমিল হতে পারবে না। দুজন মানুষের ভালোলাগা-মন্দলাগা হুট করেই তো আর বদলে ফেলা যায় না। তাই সব জায়গাতেই যে দুজনের মতের মিল থাকতে হবে, এটা ভাবা ঠিক না। তবে এটাও ঠিক যে, মতের মিলের অভাবের কারণেই সম্পর্কের ওপর বেশ নেতিবাচক প্রভাব পড়ে। তাই আগে বুঝতে হবে কোন বিষয়গুলোতে অসম্মতি জানালে সম্পর্কের কোনো অবনতি হবে না। এ ক্ষেত্রে আইডিভা ওয়েবসাইটের এই তালিকা আপনাকে সাহায্য করবে। ১. হ্যাঁ, এটা ঠিক যে আপনারা যদি একই ধরনের বই পড়তে পছন্দ করেন, তাহলে এ বিষয়ে কথা বলে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। তাই বলে সঙ্গীর পছন্দ, এ কারণে তার বাছাইকৃত বই আপনাকে বাধ্য হয়ে পড়তে হবে এমনটা ভাবা ঠিক না। আপনি আপনার ইচ্ছামতো পছন্দের লেখকের বই পড়ুন। এ বিষয়ে আপনার অসম্মতি খুবই স্বাভাবিক। ২. টিভিতে কোনো রিয়েলিটি শো বা সিনেমা বাধ্য হয়ে সঙ্গীর পছন্দের কারণে আপনাকেও দেখতে হবে, এমন কোনো কথা নেই। আপনার সেই অনুষ্ঠান ভালো নাও লাগতে পারে। এখানে অসম্মতি জানালে আপনাদের সম্পর্কের খুব একটা অবনতি হবে না। ৩. সঙ্গী যদি আপনার বন্ধুদের বদলে ফেলতে বলে, তাহলে অবশ্যই এ বিষয়ে আপনি অসম্মতি জানাবেন। কারণ, আপনার বন্ধুরা বহুদিন ধরে আপনার জীবনে রয়েছে। নতুন একজন মানুষের জন্য পুরোনো সবাইকে ভুলে যাবেন, এটা কি হয়? ৪. একজন আরেকজনের পরিবার সম্বন্ধে কী ধারণা রাখেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সঙ্গীর পরিবারের মানুষকে সম্মান দেন, তাহলে সঙ্গীরও উচিত আপনার পরিবারের মানুষকে সম্মান করা। সে যদি আপনার পরিবারকে নিয়ে আপত্তিকর কোনো কথা বলে, তাহলে এ বিষয়ে অবশ্যই তার সঙ্গে অসম্মতি জানাবেন। ৫. অবসরে আপনি কী করবেন, এটা নিশ্চয়ই সঙ্গী ঠিক করে দেবে না। এ বিষয়ে সঙ্গী যদি কোনোরকম নিজের পছন্দ আপনার ওপর চাপিয়ে দিতে চায়, তাহলে অবশ্যই অসম্মতি জানাবেন।