শ্যামনগর প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা সারি ও স্বদেশের আয়োজনে শ্যামনগর সুনাম কমিটির সদস্যদের মধ্যে মানবাধিকার সুরক্ষিত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। সোমবার সকল ১০ ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে ২৩ জন প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সুনাম কমিটির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক জোসনা দত্ত, শ্যামনগর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বনাথ নন্দী সাগর। বক্তারা তাদের বক্তব্যে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার আহবান জানান,সাথে সাথে সমাজ সেবায় অবদান রাখতে আহবান জানান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সারির প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসি, সহযোগী হিসাবে ছিলেন এডভোকেসি অফিসার পলাশ দাস, প্রোগ্রাম অফিসার অলোক পাল।