সাতক্ষীরা

পিপিএম সেবা পদক পেলেন সাতক্ষীরা পুলিশ সুপার

By daily satkhira

January 16, 2017

প্রেস বিজ্ঞপ্তি :  “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পদকে ভূষিত হলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন। ২০১৬ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই পদকে ভূষিত করা হয়। গত ১৫/০১/২০১৭ খ্রিঃ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ শাখা-২ হতে এ সংক্রান্তে এক প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৩/০১/২০১৭ খ্রিঃ তারিখ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স, ঢাকায় অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহ ২০১৭ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার, সাতক্ষীরা সহ সকল পদকপ্রাপ্তকে আনুষ্ঠানিকভাবে পদক পরিয়ে দেবেন। এবারের পুলিশ সপ্তাহে ২০১৬ সালে পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ২৬ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৪১ জন পুলিশ সদস্যকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ ২৪ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, ৪১ জন পুলিশ সদস্যকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক প্রদান করা হচ্ছে। পিপিএম-সেবা পদকপ্রাপ্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।