আন্তর্জাতিক

২০২২ সালে জি-২০ সম্মেলন ভারতে

By daily satkhira

December 02, 2018

বিদেশের খবর: ২০২২ সালে জি-২০ সম্মেলনের আয়োজক দেশ হবে ভারত। আর্জেন্টিনায় আয়োজিত ১৩ তম জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়েছেন।

নরেন্দ্র মোদী বলেছেন, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী। সেই বিশেষ বছরে জি-২০ সম্মেলনের আয়োজক হতে চাই আমরা। তাই আমরা ইতালিকে ২০২২ সালের পরিবর্তে ২০২১ সালের জি-২০ আয়োজক দেশ হওয়ার আবেদন জানাই। তিনি বলেন, ইতালি এবং অন্যান্য দেশও আমাদের এই আবেদন গ্রহন করেছে। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং বিশ্বের শীর্ষ নেতাদের ২০২২ সালে ভারতে আসার আমন্ত্রণ জানাই।

প্রসঙ্গত, ২০২২ সালে জি-২০ সম্মেলন আয়োজন করার কথা ছিল ইতালির। কিন্তু ভারত এবং ইতালি তা পরিবর্তন করার পরে ২০২২ সালে আয়োজক দেশ হবে ভারত। সূত্র: এনডিটিভি