জাতীয়

সারাদেশে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল

By daily satkhira

December 02, 2018

দেশের খবর: মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৩ হাজার ৬৫ জন প্রার্থীর মধ্যে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে এখন পর্যন্ত এই নির্বাচনে অংশ নিতে আগ্রহী বৈধ প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৭৯ জন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর। নির্বাচন কমিশন যদি আপিল বাতিল করে তবে সেই প্রার্থী আদালতেও যেতে পারবেন।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৮ নভেম্বর। আর আজ ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাই। ঋণ খেলাপি, কারাদণ্ডাদেশ পাওয়াসহ নানা কারণে প্রার্থিতা বাতিল করা হচ্ছে।