সাতক্ষীরা

প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সন্ত্রাসী কায়দায় জমি দখলের জন্য বাড়ি ঘরে আগুন ও ভাংচুর

By daily satkhira

January 16, 2017

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকে সন্ত্রাসীরা আমার নিজ নামীয় সম্পত্তিতে প্রবেশ করে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এরপর আমার বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর করে ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা পায়সা নিয়ে যায়। আমি সদর থানা পুলিশকে অবহিত করেও কোন সহায়তা পাইনি। যে কারণে আমার তিল তিল করে গড়া বাড়িঘর জ্বালিয়ে দেয় সাজুর সন্ত্রাসী বাহিনী। আর পুলিশ যখন ঘটনাস্থলে পৌছালো তখন সব শেষ হয়ে গেল। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন বাঁকাল দৌলতপুর গ্রামের মোঃ সাদের মোড়লের ছেলে কওসার আলী। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১৯৯৮ সালের দিকে বাঁকাল এলাকার সন্তোষ কাজির কাছ থেকে ১০ শতক জমি আমার নামে ও আমার স্ত্রী মনোয়ারা খাতুনের নামে ক্রয় করে ওই জমিতে ঘরবাড়ি তৈরি করে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন বসবাস করে আসছি। কিন্তু গত ২০১৪ সালের বাঁকাল এলাকার সালাম শেখের পুত্র চিহ্নিত দখল ও মামলাবাজ সাজু শেখ আমার ক্রয়কৃত সম্পত্তি তার বলে দাবি করে সাতক্ষীরা আদালতে এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করে। কিন্তু সকল কাগজপত্র আমার পক্ষে থাকায় আদালত প্রতিটি মামলার রায় আমার পক্ষে দেন। এছাড়া গত ২৯/১২২/১৬ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত পূর্বক ওই জমি ভোগ দখল করার নির্দেশ দেন। কিন্তু ১৬ /১/১৭ তারিখ সোমবার সকালে সাজু ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমার ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এছাড়া আমার বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর শুরু করে। এঘটনায় আমি সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। তিনি আমাকে থানায় অভিযোগ জমা দিতে বলেন। সে মোতাবেক অভিযোগ জমা দিয়ে কোন কাজ হয়নি। সাজুর সন্ত্রাসীরা তাদের ভাংচুর কাজ চালিয়ে যেতে থাকে। আমি মোবাইল ফোনে ওসি সাহেব কে বার বার অনুরোধ করলেও তিনি ঘটনাস্থলে কোন পুলিশ পাঠাননি। ভাংচুরের শেষের দিকে ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা আরো উল্লাস করে তাদে ভাংচুর কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এসময় তারা আমার বৃদ্ধা মা ও শিশু সন্তানদেরও মারপিট করে। আমি নিরিহ মানুষ। সকালে সাথে সাথে যদি পুলিশ ঘটনাস্থলে যেতেন তাহলে আমার অতিকষ্টের বাড়িঘর আগুনে জ্বালাতে পারতো এবং আমার বাড়িঘর ভাংচুর করতে পারতো না। আমি আমার নামীয় সম্পত্তি ওই দখলবাজদের থেকে উদ্ধার করতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।