আশাশুনি

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারি গাছ কর্তনের অভিযোগ

By daily satkhira

December 02, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বড়দলে ইউপি চেয়ারম্যান আঃ আলিম মোল্যা কর্তৃক সরকারি রাস্তার খাসের গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন দেখাগেছে, রবিবার সকাল ১০ টার দিকে বড়দল মৌজার ০১ নং খাস খতিয়ানের ৪৯৪ দাগের বড়দল স্টান্ডের সন্নিকটে চেয়ারম্যানের বাড়ির পার্শ্ববর্তী ২টি শিশু গাছ কর্তন করা হয়েছে যার মুল্য প্রায় ৬ হাজার টাকা। স্থানীয়রা জানায়, গাছ দৃুটি কেটেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। বড়দল ইউনিয়ন ভুমি কর্মকর্তা রনজিৎ কুমার মন্ডল জানান, গাছ কাটার বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থানে গিয়েছিলাম কিন্তু চেয়ারম্যান আঃ আলিম মোল্যাকে না পেয়ে তার সহকারির সাথে গাছ যেখানে আছে সে স্থান থেকে না সরানোর কথা বলে এসেছিলাম। এদিকে ইউনিয়নের রক্ষক কর্র্তক একের পর এক অবৈধ ভাবে খাস সম্পত্তি জবর দখল ও সম্প্রতি সরকারি গাছ কর্তনের ব্যাপারে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে সাধারন ইউনিয়ন বাসির মধ্যে।