নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগীতায় ফাউন্ডেশন স্কীল ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের কম্পিউটার ল্যাবরেটরীতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শষী ভূষণ পাল, আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আক্তারুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শাহীনুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, এক দিনের এ কোর্সে মোট ৫০জন শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তি বিষয়ক বিনামূল্যে ট্রেইানিং প্রদান করা হয়। ট্রেইনিং প্রদান করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র কনসলটেন্ট সাকিস রউফ। এসময় তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এখন প্রতিটি মানুষের হাতে রয়েছে এ্যান্ডয়েড মোবাইল ফোন। চলছে ত্রিজি নেটওয়ার্ক। মুহুর্তের মধ্যে যে কোন প্রয়োজনীয় বিষয় দেখে নিতে পারছে। বিশ্ব এখন হাতের মুঠোই। বাংলাদেশ অতি দ্রুত তথ্য প্রযুক্তির সাথে এগিয়ে এসেছে। এই উন্নয়নকে আরো দ্রুত এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।