শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভাব বাংলাদেশের আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের ২৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার গত ১৬ জানুয়ারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খাঁন, বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস,প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ্বাস,প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম,শিক্ষার্থী সীমা রানী,নাইম হোসেন প্রমুখ। উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ,খাতা,কলম,পেনসিল,জ্যামিতি বক্স,ইরেজার,সার্পনার,স্কেল সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।