সাতক্ষীরা

সাতক্ষীরায় জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীর ৭ দিনের রিমাণ্ড আবেদন

By daily satkhira

January 16, 2017

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের রাধানগর রোডে আধুনিক জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন জানানো হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা  সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে সোমবার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাবিবুল্লাহ মাহমুদ রিমাণ্ড শুনানীর জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। প্রসঙ্গত, চোর চক্রের সদস্যরা শুক্রবার দিবাগত রাতে সাতক্ষীরা শহরের রাধানগর রোডের অদ্রি জুয়েলার্স ও আধুনিক জুয়েলার্সের তালা, সিন্ধুক ও শোকেজ ভেঙে এক কোটি ৩৭ লাখ টাকার সোনার গহণা ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় শনিবার সকালে পুলিশ অদ্রি জুয়েলার্সের মালিত গোপী শঙ্কর দে, নৈশ প্রহরী অলিউর রহমান ও নবাত আলীকে আটক করে। চুরির ঘটনায় আধুনিক জুয়েলার্সের মালিক সুভাষ রায় বাদি হয়ে শনিবার সকালে মামলা করেন। একই সময়ে পার্শ্ববর্তী অদ্রি জুয়েলর্সে চুরি হলেও পুলিশ মামলা না নেওয়ায় আজ মঙ্গলবার আদালতে মামলা করা হবে। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন শুনানীর জন্য মঙ্গলবার দিন ধার্য হয়েছে বলে নিশ্চিত করেন।