আশাশুনি

আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-৬

By daily satkhira

December 03, 2018

 

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামীকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে আব্দুল্লাহ গাজী ও ইদ্রিস আলীর থেকে ২শত গ্রাম উদ্ধার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে রবিবার রাতভর আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই সঞ্জীব সমদ্দার, এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিকাল ৪টার দিকে ১শত গ্রাম গাঁজা সহ আসামী নাসিমাবাদ গ্রামের আঃ গফফার গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (২৬)কে তার নিজ বাড়ী হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রজুু করা হয়েছে। অপরদিকে এসআই শেখ নাজিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-১৯২/১২ (ওয়ারেন্ট) এর আসামী কুড়িকাহুনিয়া গ্রামের মাওলা বক্স গাজীর ছেলে আবু সাঈদ গাজীকে রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্সে সহায়তায় সিআর-৪৭/১৬ মূলে আসামী উত্তর একসরা গ্রামের মৃত নৈমুদ্দিন মালীর ছেলে আবুল মালীকে রাত সাদে ১২টার দিকে নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। এএসআই স্বরজিৎ বিশ্বাস, এএসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২৬/১৭ মূলে আসামী কাপসন্ডা গ্রামের হোসেন গাজীর ছেলে দেলবার গাজীকে রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জিআর-৭১৭/১৮ মূলে আসামী নাসিমাবাদ গ্রামের আইয়ুব আলীর ছেলে রেসাত আলীকে রাত ১২টার দিকে গ্রেফতার করা হয়। প্রথক অভিযানে সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এসআই মনজুরুল হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১শত গ্রাম গাঁজা সহ আসামী গোয়ালডাঙ্গ গ্রামের আঃ রশিদ সরদারে ছেলে মোঃ ইদ্রিস আলী সরদার(২৮)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় একটি মামলা রজু করা হয়। সোমবার দুপুরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।