সাতক্ষীরা

ধুলিহরে মৎস্য ঘের থেকে জেলা ছাত্রলী‌গের যুগ্ম-সম্পাদ‌কের লাশ উদ্ধার

By daily satkhira

January 17, 2017

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা এলাকায় মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবক সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের শেখ লিটন হাসানের ছেলে ইমন(২৭)। মঙ্গলবার সকালে ঘেরের মালিক সকালে ঘেরে গিয়ে একটি লাশ কাদামাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। সদর থানার পুলিশ জানায়, রাতে কোন এক সময় সন্ত্রাসীরা তাকে নিয়েএসে মারপিট করে পরে শ্বাস রোধ করে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। সন্ত্রাসীরা ইকবাল বিশ্বাসের মাছের ঘেরের বেড়ীরাধের পাশে কাদামাটি জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া লাশের মুখ দিয়ে রক্ত ঝরছিল বলে জানায়।