কলারোয়া

পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিবেন: সাতক্ষীরা জেলা প্রশাসক

By daily satkhira

December 04, 2018

কলারোয়া প্রতিনিধি : জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, আপনাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দেবেন। শান্তি, নিরাপত্তা ও সুন্দর আগামীর জন্য সুষ্ঠু নির্বাচন জনগণের শক্তিতেই সম্ভব হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সোমবার বিকালে কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বিশেষ আইন শৃংখলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন কোন ভোটারকে প্রভাবিত, ভয়ভীতি ও চাপ সৃষ্টির চেষ্টা করা হলে কঠিন মোকাবেলা সমুচিত জবাব দেয়া হবে। কোন নিরাপদ-নিরাপত্তা বিঘিœত হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সাতক্ষীরায় বর্তমানে শান্তির সুবাতাসে অনন্য নজির স্থাপন হয়েছে। ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নিরাপদে যেতে পারেন সেই শংকা দূর করতেই আজকের এই আলোচনা সভা। আপনারা ভোট দেবেন আর আমরা ভোট গ্রহন করে নির্বাচন কমিশনে পাঠাবো। তিনি আরো বলেন, নিবার্চনের রোডম্যাপ অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর প্রার্থীতা স্পষ্ট হবে। ১০তারিখে প্রতীক বরাদ্দের পর সকল রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালাবেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে। এসময় কেউ বাঁধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও এবং ওসিসহ নির্বাচনে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, কেউ যাতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন না করতে পারে সেদিকে সজাগ থাকার নির্দেশ দেন। বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে সাতক্ষীরাকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তির জনপদে পরিণত করা হয়েছে। সকলে নির্বাচনের বিধিমালা অনুসরণ করতে হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইনশৃংখলা রক্ষায় ভোটারদের যে কোন শংকা দূর করে আশান্বিত হওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, যার ভোট সেই দেবেন, যাকে খুশি তাকেই দেবেন। বিচার বিবেচনা করে ভোট দেবেন। বিশেষ অতিথির বক্তব্যে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর মাহবুব বলেন, নির্বাচন আচরণবিধি ও আইনশৃংখলা রক্ষা করবেন। যে কোন বিশৃংখলা রক্ষার্থে ও শৃংখলা আনতে র‌্যাব সর্বাত্মক চেষ্টায় থাকবেন। কেউ বিশৃংখলা করার চেষ্টা করলে মোবাইলে যোগাযোগ করলে তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। সাতক্ষীরা-১ আসনের কলারোয়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, আমিনুল ইসলাম, আরিফ আদনাম, লিখন বনিক, ইদ্রজিত সাহা, আজহার আলী ও মুর্শিদা খাতুন, ডিজিএফআই’র শাখা অধিনায়ক রাশেদ সরোয়ার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বিদ্রোহ কুন্ডু ও আশরাফ হোসেন, ৩১ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোরশেদা খানম, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহমেদ, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, ডেপুটে কমান্ডার আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক ভিপি মোরশেদ আলী, হেলাতলা ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, ইমাম পরিষদের পক্ষে মোয়াজ্জেম হোসেন, কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার প্রমুখ। অনুষ্ঠান শেষে এই প্রথম নির্বাচনের ভোট কেন্দ্রে দায়িত্ব পাওয়া উপজেলার গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।