আন্তর্জাতিক

এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরাতের

By Daily Satkhira

December 04, 2018

বিদেশের খবর: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।সিঙ্গাপুর ও জার্মানিকে পিছনে ফেলে দেশটি শীর্ষস্থান দখল করেছে।

‘পাসপোর্ট ইনডেক্স’ নামের আন্তর্জাতিক সংস্থা এ তথ্য জানিয়েছে।

‘পাসপোর্ট ইনডেক্স’-এর তথ্য বলছে, অগ্রিম (প্রাইয়র) ভিসা ছাড়াই বিশ্বের ১৬৭টি দেশ ভ্রমণ করতে পারবেন আরব আমিরাতের পাসপোর্টধারী ব্যক্তি। এর মধ্যে ১১৩টি দেশে যেতে কোনো ভিসাই লাগবে না। ৫৪টি দেশে ‘অন অ্যারাইভাল’ বা পৌঁছা মাত্র ভিসা প্রক্রিয়ায় ভ্রমণ করতে পারবেন তারা।

ওই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও জার্মানি। এই দুটি দেশের পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া বিশ্বের ১৬৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।