সাতক্ষীরা

এমপি রবি’র স্বাক্ষর জালিয়াতি করছে একটি চক্র! বিশেষ দৃষ্টি আকর্ষণ বিজ্ঞপ্তি

By Daily Satkhira

January 17, 2017

এতদ্বারা সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে হেয় প্রতিপন্ন করা ও অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে স্বাক্ষর জালিয়াতি করছে একটি চক্র। তাই সংশ্লিষ্ট অফিস ও দপ্তর সমূহের ব্যক্তিদের সতর্ক থাকাসহ ঐ জালিয়াতি চক্রকে ধরার জন্য আহবান জানানো যাচ্ছে। তাই এখন থেকে সংসদ সদস্যের যে কোন স্বাক্ষর করা ডকুমেন্ট গ্রহণ করার পূর্বে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে অবগত করতে বলা হয়েছে।

সংসদ সদস্যের বিশেষ সহকারী (শেখ মাহফুজুর রহমান) মোবাইল নং-০১৭১৩-৮৬৫৫৮৮