কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেবহাটা বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় স্কুলের ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আকবর আলী, ঢাকা কমিটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির হোসেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ, সাধারন সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক লাভলু, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রচার উপ-কমিটির আহবায়ক সাংবাদিক আর.কে.বাপ্পা, প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রওশন আলী, অর্থ উপ-কমিটির সদস্য সৈয়দ হাসান জাহিদ, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সদস্য সৈয়দ জাহিদ হাসান প্রমুখ। সভায় কমিটির সভাপতি কাজী আব্দুল মজিদ আগামী ২০১৯ সালের ১৯ জানুয়ারী তারিখে শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে উক্ত অনুষ্ঠানটি সাড়ম্বরভাবে অত্যন্ত জাকজমকপূর্নভাবে অনুষ্ঠিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে অনুরোধ করেন। তিনি বলেন, স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ভারতের বিখ্যাত নিউরোলজিস্ট ডাঃ অনুপম দাশগুপ্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। ঐদিন সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের বিখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া ঐদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং যার ১ম পুরষ্কার থাকবে একটি ১০০ সিসি মোটর সাইকেল। যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি তাদেরকে অবিলম্বে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে অনুষ্ঠানের সভাপতি অনুরোধ করেন। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য উদযাপন কমিটির ওয়েবসাইট- www.debhatabbmpcent.org এবং ফেসবুক পেইজ- Debhata Bbmp Century Celebration তে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।