আসাদুজ্জামানঃ বঙ্গোপসাগরের হিরন পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিহত সাত বাংলাদেশী জেলের মরাদেহ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মরাদেহগুলো ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের পক্ষে ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি মরাদেহ গুলো গ্রহণ করেন। তবে, ফেরত আসা মরাদেহগুলোর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরাদেহ গুলো গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, নিহতদের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে পরে জানানো হবে। প্রসঙ্গত ঃ এর আগে গত ১৮ আগস্ট একই ঘটনায় নিহত তিন ভারতীয় জেলের মরাদেহ ভোমরা বন্দর দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা।