আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করবে রাশিয়া- পুতিনের হুঁশিয়ারি

By Daily Satkhira

December 07, 2018

বিদেশের খবর: আমেরিকা ‘আইএনএফ’ চুক্তি থেকে বেরিয়ে গেলে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করবে রাশিয়া। সম্প্রতি এমন হুঁশিয়ারি বার্তা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘আইএনএফ’ চুক্তি লঙ্ঘন করছে এবং এই চুক্তি মানতে রাশিয়াকে ৬০দিন সময় দিয়েছে আমেরিকা। অন্যথায় এই চুক্তি থেকে বেরিয়ে যাবে আমেরিকা। আমেরিকার অভিযোগ দীর্ঘদিন থেকেই এই চুক্তি অমাণ্য করছে রাশিয়া।

তারই জবাবে পুতিন বুধবার এ হুঁশিয়ারি দেন। ১৯৮৭ সালে স্নায়ুযুদ্ধ চলার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও রুশ নেতা মিখাইল গর্বাচেভের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

চুক্তির আওতায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৫০০ হতে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে দুই দেশ প্রায় ২,৭০০ মধ্যম পাল্লার পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, বিশ্বের বহু দেশ আইএনএফ চুক্তিতে নিষিদ্ধ হওয়া সমরাস্ত্র তৈরি করছে।

তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে মার্কিন প্রশাসন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তাদেরও এ ধরনের অস্ত্র থাকা প্রয়োজন।’

পুতিন আরো বলেন, ‘সেক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হবে? উত্তর সোজা- আমরাও একই কাজ করব।’

পুতিন পভিযোগ করে বলেন, আমেরিকা চুক্তি থেকে বের হওয়ার জন্যই এ রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে।