রাজনীতি

গুজব ছড়ানোর দায়ে ‘জিয়া সাইবার ফোর্স’র মহাসচিব আটক

By Daily Satkhira

December 07, 2018

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে ‘জিয়া সাইবার ফোর্স’-এর মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করেছে র‌্যাব-৩। রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লে. কমান্ডার আশেকুর রহমান শুক্রবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন নজরদারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারণার দায়ে হারুনকে আটক করা হয়েছে। এ সময় লে. কমান্ডার আশেকুর রহমান আরও বলেন, জিয়া সাইবার ফোর্সের মহাসচিব কে এম হারুন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলেন।

তিনি জানান, গত মে মাস থেকে জিয়া সাইবার ফোর্সের কর্মকাণ্ড আমাদের নজরে আসে। এরপর তাদের বেশ কয়েকজনকে বিভিন্ন সময় আটক করা হয়। সর্বশেষ মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করা হলো।

আটক হারুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান লে. কমান্ডার আশেকুর রহমান।