সাতক্ষীরা

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কমিটি গঠন

By daily satkhira

December 07, 2018

প্রেস বিজ্ঞপ্তি: ০৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা মায়ের বাড়ী মন্দির চত্ত্বর রামকৃষ্ণ মন্দিরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিদায়ী সভাপতি অধ্যক্ষ নির্মল কুমার দাশ আনুষ্ঠানিকভাবে উক্ত কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করেন। কমিটির সদস্যবৃন্দের নাম যথাক্রমে সভাপতি প্রভাষক শ্রী অমিত হালদার, সহ-সভাপতি শ্রী শ্যামল রাহা, সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ সরকার, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বরূপ চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুমন সরকার, কোষাধ্যক্ষ শ্রী রায় দুলাল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক শ্রী সুবীর দাশ (পল্টু), দপ্তর সম্পাদক শ্রী পরিমল বৈদ্য, প্রচার সম্পাদক শ্রী মলয় দাস, শিক্ষা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শ্রীমতী মৌসুমী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক শ্রী প্রনব কুমার বাড়ৈ। স্বামী বিবেকানন্দের মানব সেবার ব্রত নিয়ে আজকের সভায় নতুন কমিটি ন্যূনতম ৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।