কলারোয়া

কলারোয়ায় বিষক্রিয়ায় কৃষকের দেড় লাখ টাকার গাভী ও বাছুর মৃত্যু

By daily satkhira

December 07, 2018

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় এক কৃষকের ১লাখ ১৫ হাজার টাকার এক জোড়া গাভী ও বাছুর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের অলিয়ার রহমান জানান-তিনি দীর্ঘ দিন ধরে নিজ বাড়ীতে গরু ছাগল পালন করে আসছে। বৃহস্পতিবার বিকালে পাশ্ববর্তী গ্রামের হাবিবুর রহমানের বাড়ীতে থেকে এক বস্তা গরুর খাদ্যে (ঘাষ) নিয়ে এসে ওই গাভি ও বাচুর কে খেতে দেয়। ওই দিন বিকালে ঘাষ খেয়ে তার গাভি গরুর মারা যায়। পরেদিন সকালে শুক্রবার বার তার বাচুর মারা যায়। খোজ নিয়ে জানা যায়-হাবিবুর রহমানের দুই মেয়ে রোকেয়া ও ফাতেমা খাতুন মাঠ থেকে গত ১ডিসেম্বর সকালে ঘাষ নিয়ে বাড়ীতে আসে। তাদের বাড়ীর একটি গরুকে ওই ঘাষ খেতে দেয়। পরে তাদের গরু অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় চিকিৎসক দিয়ে সুস্থ্য করেন। পরে বৃহস্পতিবার বিকালে তাদের ওই ঘাষ কৃষক অলিয়ার রহমানের স্ত্রী রেহেনা খাতুনের কাছে দেয় গরুর খাওয়নোর জন্য। তিনি স্বরল বিশ্বাসে ওই ঘাষ নিয়ে গরুর খেতে দেন। পরে ঘাষ খেয়ে গরু পেট ফেটে ছটফট করে বিকালে মারা যায়। যার বাজার মুল্যে পায় ৮০ হাজার টাকা। পরে শুক্রবার সকালে ৩৫ হাজার টাকা মুল্যের একটি বাছুরও মারা যায়। এদিয়ে দুই পক্ষের মধ্যে গরু মরা নিয়ে সংঘর্ষের আংশখা দেখা দিয়েছে। এদিকে কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন বলেন-বিষয়টি নিয়ে তিনি উভয় পক্ষে সাথে ইউনিয়ন পরিষদে বসে সামাধান করবেন।