তরিকুল ইসলাম লাভলু : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নলতা শরীফ টাউনপাড়ায় অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র বাসভবনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মিসেস ইলা হকের (ডা. রুহুল হক এমপি’র সহধর্মীনি) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদীচী শিল্পীগোষ্ঠি কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী জেলা শিল্পীগোষ্ঠির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, অর্থ-সম্পাদক স্বপন কুমার মন্ডল, নাট্য সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, নির্বাহী সদস্য রণজিত সরকার প্রমূখ। উপজেলা শিল্প একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার। আলোচনা সভা শেষে সেলিম শাহরিয়ারকে আহবায়ক, শান্তি গোপাল চক্রবর্তী ও আব্দুর রাজ্জাককে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পীগোষ্ঠি কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।