dig

কালিগঞ্জ

নলতায় শিক্ষকদের সাথে ডা. রুহুল হক এমপি’র আলোচনা সভা

By daily satkhira

December 07, 2018

 

তরিকুল ইসলাম লাভলু : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-৩ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ তথা মহাজোট মনোনীত প্রার্থী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সাথে কালিগঞ্জ উপজেলার নলতা, ভাড়াশিমলা, তারালী, চাম্পাফুল এবং দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নসহ মোট ৯টি ইউনিয়নের মধ্যে অবস্থিত কলেজ, হাইস্কুল, মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাস্টার শামসুর রহমানের সভাপতিত্বে ও কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় ৭ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, দেবহাটা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সাবেক শিক্ষক নেতা বাবু নীল কন্ঠ সোম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিছুজ্জামান কালাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, তারালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হোসেন ছোট, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ, নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাসিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল্লাহ হাবিবী, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক মো. মালেকুজ্জামান, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী, নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা এনামুল হক বাবলু, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকসহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, সহকর্মী ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকাল থেকে প্রায় রাত ৯ টা অবধি অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার সরকারের আমলে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বিনামূল্যে বছরের প্রথম দিনে বই বিতরণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের ৫% প্রবৃদ্ধি ও বৈশাখি ভাতাসহ বিভিন্ন খাতের নানামূখী উন্নয়নের কথা তুলে ধরেন।