খেলার খবর: টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজে সমতা। ‘মরুরাজ্য’ সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিন খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরছে নিউজিল্যান্ড। গতকাল আবুধাবিতে তিন টেস্ট সিরিজের শেষটিতে দুই স্পিনার আজাজ প্যাটেল ও সমারভিলের ঘূর্ণিতে পাকিস্তানকে ১২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। যেখানে ব্যাট হাতে দারূণ এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২২৮ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ১৩৯ রান করেন উইলিয়ামসন। এর মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে পাকিস্তানের বিপক্ষে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। এত দিন রেকর্ডটি ছিলেন জন রিডের দখলে। ১৯৬৫ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে সর্বমোট ২০৪ রান করেছিলেন রিড। প্রথম ইনিংসে ১২৮ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেন রিড। পাশাপাশি এশিয়ার মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে নিজের নাম তুললেন উইলিয়ামসন।