সাতক্ষীরা

সাতক্ষীরায় স্থানীয় সরকারের দক্ষতা বৃদ্ধিতে পারস্পারিক শিখন কর্মশালা

By daily satkhira

December 08, 2018

 

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্স’র ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মো. ইয়াহিয়া ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, এনআইএলজির সহকারি গবেষণা কর্মকর্তা মো. ইমরানুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী, এটিএন বাংলার এম. কামরুজ্জামান, যমুনা টিভির মো. আহসানুর রহমান রাজীব, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।

কর্মশালায় নন্দিত চর্চা ও পারস্পারিক শিখন কর্মসূচি নিয়ে সেশন পরিচালনা করেন, এনআইএলজির গবেষণা কর্মকর্তা মণিকা মিত্র, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মো. জাহিদুল ইসলাম।

কর্মশালায় সাতক্ষীরা পৌরসভা, সদর, কলারোয়া, তালা, দেবহাটা, আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, ইউপি সচিব, শিশু প্রতিনিধিসহ তাদের নন্দিত চর্চাগুলি উপস্থাপন করেন। এর মধ্যে সবচেয়ে ভাল চর্চাগুলো বাংলাদেশের সকল ইউনিয়নে ছড়িয়ে দিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মো. ইয়াহিয়া ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করেন।