সাতক্ষীরা

ফিংড়ী ইউনিয়ন নাগরিক কমিটির পক্ষে নির্বাচনি ইশতেহার

By daily satkhira

December 09, 2018

সাতক্ষীরা সদর সহ সকল এম পি প্রার্থিদের কাছে অঙ্গীকার চাই মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে, বলব এক কাজ করব আর এক এটা করলে হবে না,প্রতিশ্রতি বজায় রাখতে হবে। প্রার্থিদের নির্বাচনি ইশতেহারে রাখতে হবে স্বাস্হ্য সেবার মান বৃদ্ধি করতে হবে। যোগাযোগ ব্যাবস্হার উন্নয়ন করতে হবে। দুর্যোগ মোকাবেলায় স্হায়ি পরিকল্পনা করতে হবে। প্রার্থিদের অঙ্গিকার করতে হবে জনগনের ভোটে নির্বাচিত হয়ে মানুষের দৈনন্দিন জীবনে সকল জায়গা থেকে ঘুষ দুর্নিতি উচ্ছেদ করতে হবে। আমরা সাতক্ষীরা বাসি চাই রাজনৈতিক দলগুলো সহ সকল বিজয়ি প্রার্থিরা দলিয় পরিচয় এবং দুর্নিতি না করে যোগ্যতা অনুযায়ি নিয়োগ ও কাজ দিতে হবে জনগনকে। কেউ নায্য কথা বললে মানতে হবে, স্বাধিন ভাবে চলার সুযোগ করে দিতে হবে জনগনকে। নায্য বিচার পাওয়ার অধিকার রাখতে হবে। সংবাদমাধ্যমের স্বাধিনতা দিতে হবে। শিক্ষার মান রক্ষা করতে হবে,লুটপাট, সন্ত্রাস বন্ধ করতে হবে,দখল মুক্ত করতে হবে,বনসম্পদ,পরিবেশ রক্ষা করতে হবে,যানজট ও দুর্ঘটনারোধে পদক্ষেপ নিতে হবে। সবার জন্য শিক্ষা,পানি,স্হাস্হ্য,বাসস্হান,বিদ্যুত, ও স্যানিটেশন নিশ্চিত করতে হবে। — মো: আবু ছালেক সাধারন সম্পাদক ফিংড়ী ইউনিয়ন নাগরিক কমিটি