আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে পদত্যাগ করছেন কেলি

By daily satkhira

December 09, 2018

বিদেশের খবর: শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার দপ্তর প্রধান জন কেলি ২০১৮ সালের শেষের দিকে পদত্যাগ করতে যাচ্ছেন। খবর বিবিসির। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন ট্রাম্প। ট্রাম্প জানান, দুই এক দিনের মধ্যে কেলির স্থলাভিষিক্তের নাম ঘোষণা করা হবে। বিগত কয়েক দিন থেকে কেলির পদ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিলো। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্প্রতি কেলির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিলো না। তারই জেরে কেলিকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন ট্রাম্প। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কেলিকে চমৎকার মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। গত বছরের ২৯ জুলাই অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। সেসময় কেলিকে একজন মহান আমেরিকান বলে আখ্যায়িত করেন।