আন্তর্জাতিক

‘ভারত লঙ্গরখানা নয়,’ বাঙালিদের উদ্দেশে অমিত শাহ

By Daily Satkhira

December 09, 2018

বিদেশের খবর: ভারত কোনো ধর্মশালা (লঙ্গরখানা) নয় যে এখানে অবৈধ ব্যক্তিরা এসে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। বিজেপি সভাপতি অমিত শাহ এ কথা বলেছেন। শনিবার আসামের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া বাঙালিদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

দৈনিক জাগরণ মিডিয়া গ্রুপ আয়োজিত জাগরণ ফোরামে বক্তৃতা দেয়ার সময় অমিত শাহ বলেন, এই দেশ ধর্মশালা (লঙ্গরখানা) নয় যে যেকোনো লোক এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারে।

বিজেপি সভাপতি বলেন, অবৈধ অভিবাসীরা ভারতের জন্য হুমকি।

তিনি বলেন, এনআরসি দেশের মৌলিক সমস্যা সমাধানের একটি উপায়। এটা কীভাবে সম্ভব যে, কেউ চাইলেই এখানে এসে স্থায়ীভাবে থাকা শুরু করলো? দেশ এভাবে চলতে পারে না। যারা এদেশের নাগরিক কেবল তাদেরই এখানে থাকার অধিকার রয়েছে।

সূত্র: এনডিটিভি