আশাশুনি

প্রধানমন্ত্রীর পরিবর্তে আরব-আমিরাতে গেলেন ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

December 09, 2018

প্রেস বিজ্ঞপ্তি: সযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে যোগদান করতে দেশটির রাজধানী আবুধাবির উদ্যেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরা-৩ আসনে মহাজোটের প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি।

উল্লেখ্য, বিশ্বব্যাপী শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা ও ভ্যাকসিন প্রদানকারী সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি) এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও সংস্থার প্রায় ২০০ জন নীতি নির্ধারকদের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি সভা আগামী ১০ ও ১১ তারিখে আবুধাবিতে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। সংযুক্ত আরব আমিরাত সরকার ও গ্যাভি কর্তৃপক্ষের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবর্তে সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপিকে বাংলাদেশের প্রতিনিধ‌ি হিসেবে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অনুশাসন প্রদান করেন। প্রধানমন্ত্রীর অনুশাসনের পরিপ্রেক্ষিতে ডা. রুহুল হক এমপি রবিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হন। তিনি আগামী ১২ ডিসেম্বর দেশে ফিরবেন। তিনি সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) আসনের সর্বস্তরের জনগণ ও ভোটারদের নিকট দোয়া প্রার্থনা  করেছেন।