নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা আমতলা মোড় এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছেরুল হক হুদা, আব্দুর রাজ্জাক শিকদার, আবু জাহিদ ডাবলু, কাউন্সিলর শফিকুল আলম বাবু, এড.নূরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আহাদুজ্জামান আর্জেদ, নূরে আলম সিদ্দিকী, মাহমুদুল ইসলাম বুলবুল, হাসান শাহরিয়ার রিপন, মাহমুদুল হক, এড. আব্দুল হামিদ, আসাদুর রহমান ঢালী, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, ফারুক হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ছাত্রনেতা আবিদুল হক মুন্না। আলোচনাসভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার নেতৃত্বে সারাদেশে বিপ্লব ঘটেছিল। আজ হয়ত শহীদ জিয়া নেই। কিন্তু তার হাজারো সৈনিক রয়েছে। এক সাথে কাজ করতে গেলে মতবিরোধ হওয়া স্বাভাবিক তাই বলে নিজেরাই একে অন্যের বুকে ছুরি চালানোর রাজনীতি শহীদ জিয়ার আদর্শ হতে পারে না। আজকে যারা নিজের স্বার্থের জন্য নিজের দলের ভাইকে কুপিয়ে হত্যা করতে পারে। তারা আর যাইহোক শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে পারে না। আজকে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃত্ব পাওয়ার জন্য অনেকই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেশনেত্রীকে বলতে চাই যারা ২০১৩ পরবর্তীতে রাজপথে ছিল, যারা কেন্দ্রের নির্দেশে গুলি, বোমা উপেক্ষা করেও রাজপথে মিছিল করেছে তাদের মধ্যে থেকে নেতা নির্বাচন করুন। আমরা জানি দেশনেত্রী অবশ্যই সাতক্ষীরাবাসীর জন্য সে ধরনের নেতৃত্ব উপহার দেবেন। এসময় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার আহŸান জানান।