সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশন এর সমঝোতা চুক্তি

By daily satkhira

December 12, 2018

কে.এম রেজাউল করিম, ॥ সাতক্ষীরা পৌরসভা এলাকায় দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিতকরন এবং তামাকমুক্ত একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা আহছানিয়া মিশন এর আয়োজনে সাতক্ষীরা পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশন এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং পরামর্শ সভা বুধবার সকাল সাড়ে ১০ টায় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের হেড অব হেল্থ সেক্টর ও উপ-পরিচালক ইকবাল মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প সমন্বয়কারী এবং হেলথ এন্ড নিউট্রেশন ভাউচার স্কিম ফর পুওর, এক্সট্রিম পুওর এন্ড সোশ্যালি এক্সক্লুডেড পিপ্ল (পেপসেপ) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুজ্জামান, খ্রিস্টান এইড এর প্রতিনিধি রোখসানা রহিম ও রুবায়েত রেজা খান, পৌরসভার প্যানেল মেয়র, সচিব ও কাউন্সিলরবৃন্দসহ সাতক্ষীরা পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সংস্থার স্বাস্থ্য ও পুষ্ঠি বিষয়ক কার্যক্রমে সার্ভিস প্রোভাইডার বাছাই শীর্ষক ওয়ার্কিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চিকিৎসা সেবাকে দরিদ্র পৌরবাসীর দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভা কাজ করে যাচ্ছে। তিনি দরিদ্র, হতদরিদ্র ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পুষ্টির উন্নয়নে পেপসেপ প্রকল্প এলাকা হিসেবে সাতক্ষীরা পৌরসভাকে বেছে নেওয়ার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানান এবং প্রকল্প বাস্তবায়নে সকল রকম সহযোগিতার আশ্বাস দেন।