দেবহাটা ব্যুরো: দেবহাটার কালডাগেরি বিলের সরকারি রাস্তা কেটে চন্ডিপুর গ্রামের একমাত্র পানি নিষ্কাশনের পথ বন্ধ করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে চন্ডিপুর এঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, চন্ডিপুরের দীর্ঘদিনের পানি নিষ্কাশনের একমাত্র পথে পানি সরানো হচ্ছে। কিন্তু স্থানীয় ঘের ব্যবসায়ী তরফাতুল্লাহ’র পুত্র অজেদ ও তার পুত্র আব্দুল করিম উক্ত পানি নিষ্কাশনের পথ বন্ধ করার জন্য উদ্যোগ নিলে গ্রামবাসীর প্রতিবাদের মুখে সেটি বন্ধ হয়ে যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতে তারা জোরপূর্বক বৃহস্পতিবার সকালে রাস্তা কেটে পানি সরানোর পাইপ তুলে ফেলে মাটি ভরাট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তাছাড়া গ্রামবাসী আরো জানায়, উক্ত গ্রামের মাহমুদুল হাসান ও মনু তাদের মৎস্য ঘেরের উপর দিয়ে আসা পানি নিষ্কাশনের সুবিধায় সরকারি ৬ শত হাতের বেশি জায়গা নিজ খরচে খনন করে আসছে প্রতিবছরই। অপরদিকে ১০ ফুটের কম জায়গা অজেদ আলীর ঘেরের উপর দিয়ে ব্যবহৃত হওয়ায় সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এতে পুরো চন্ডিপুর গ্রাম জলবদ্ধতার কবলে পড়বে বলে মনে করছেন এলাকাবাসী। এবিষয়ে অজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জমির উপর দিয়ে রাস্তা চলে গেছে। আর তার তাই আমি এটি বন্ধ করে দিয়েছি। তাছাড়া চেয়ারম্যান মেম্বারের অনুমতি নিয়ে একাজ করেছি। এবিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন জানান, আমি কোন অনুমতি দেয়নি। তাছাড়া গ্রামবাসির স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।