আন্তর্জাতিক

‘যুবরাজ অনেক বেশি বিষাক্ত, ক্ষমতা থেকে সরাতে হবে’

By Daily Satkhira

December 14, 2018

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের প্রভাবশালী দুই সিনেটর বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সু-সম্পর্ক চাইলে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতা থেকে সরাতে হবে। তারা বলেছেন, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান “অনেক বেশি বিষাক্ত” হয়ে উঠেছেন।

আগে থেকেই রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমাক্র্যাট দলের সিনেটর বব মেনেন্ডিজ সৌদি যুবরাজের সমালোচনা করে আসছেন তবে গতকাল তারা সবচেয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। দুই সিনেটর বলেছেন, সৌদি যুবরাজকে তারা ক্ষমতায় দেখতে চান না। রাজা সালমান বিন আবদুল আজিজ হচ্ছেন সৌদি আরবের শাসক তবে যুবরাজ হচ্ছেন ‘কার্যত’ শাসক। সৌদি সরকারের প্রতি মার্কিন কংগ্রেসের এতদিন যে সমর্থন ছিল চলতি সপ্তাহে তাতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিনেট ও প্রতিনিধি পরিষদ- দুই কক্ষই তাদের মনোভাবে পরিবর্তন এনেছে বলে পরিলক্ষিত হচ্ছে।

সিনেটর গ্রাহাম কংগ্রেসে এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের সৌদি আরবের বন্ধুরা কিছু জিনিসে পরিবর্তন না আনলে কখনই আপনারা আমাদের বন্ধুত্ব পাবেন না এবং কাকে পরিবর্তন করবেন তা আপনাদেরকেই ঠিক করতে হবে।