আন্তর্জাতিক

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার বিল বিধানসভায় পাশ

By daily satkhira

December 14, 2018

বিদেশের খবর: ভারতের হিমাচল প্রদেশ বিধানসভা গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার প্রস্তাব বৃহস্পতিবার পাশ করেছে। বিজেপি শাসিত উত্তরাখণ্ড চলতি বছরের সেপ্টেম্বরে এই দাবিতে প্রথম সোচ্চার হয়েছিল। বিজেপির সমর্থন নিয়ে এই প্রস্তাব বিধানসভাকক্ষে পেশ করেন এক কংগ্রেস বিধায়ক। এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচলপ্রদেশ বিধানসভা।

কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং বলেন, ‘কোনও ধর্ম-বর্ণ-জাতির গণ্ডীর মধ্যে গরু পড়ে না। মানবজাতির প্রতি তার একটা বিশাল অবদান রয়েছে। উত্তরাখণ্ড ইতিমধ্যেই এই পদক্ষেপ করেছে। যখন দুধ দেয় না, তখন তার কোনও জায়গা হয় না। তাই এই পদক্ষেপ অবিলম্বে করা দরকার।’

এছাড়া গরুর প্রতি যেন কোন ধরণের অন্যায় অত্যাচার করা নাহয় তারও আহ্বান জানান এই কংগ্রেস বিধায়ক। রাজ্যের পশুখাদ্য মন্ত্রী বীরেন্দ্র কানওয়ার জানিয়েছেন, জয়রাম ঠাকুরের সরকার ১.৫২ কোটি টাকা ব্যয় করে গরু সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে। সোলান ও কাংরায় হচ্ছে এই সংরক্ষণ কেন্দ্র। শুধুমাত্র গরু সংরক্ষণের জন্য রাজ্যে পৃথক গোরু মন্ত্রকেরও দাবি করেছেন বিধায়করা। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।